Shihab Hossain

Shihab Hossain

মার্কিন শহরগুলোয় ট্রাফিক বাতির অবস্থান দেখাচ্ছে গুগল ম্যাপস


একটি নতুন আপডেট এর দ্বারা জানা গিয়েছে এখন মার্কিন শহরগুলোয় ট্রাফিক বাতির অবস্থান দেখাচ্ছে গুগল ম্যাপস। অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন এই পরীক্ষা শুরু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন এই ফিচারটি প্রথম নজরে এসেছে ড্রয়েড লাইফের এবং তারপর ফিচারটির অস্তিত্ব নিশ্চিত করেছে গুগল নিজেই। প্রযুক্তি সাইট ভার্জকে প্রতিষ্ঠানটি বলেছে, “রাস্তার বিষয়ে গ্রাহককে আরও বেশি তথ্য দিয়ে সহায়তা করতে আমরা অ্যান্ড্রয়েডে মোবাইল ফোন গুলি তে নতুন আপডেট এর দ্বারা গুগল ম্যাপস-এর জন্য একটি ফিচার পরীক্ষা করছি, যা যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু শহরে ট্রাফিক বাতির অবস্থান দেখাবে।” যুক্তরাষ্ট্রের ট্রাফিক বাতির অবস্থান দেখানো প্রথম অ্যাপ নয়

গুগল ম্যাপস। গত বছর ios 13 এর সঙ্গে অ্যাপল ম্যাপস-এ এই ফিচার যোগ করেছে অ্যাপল। যা অ্যাপলের ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা সিরির সঙ্গেও কাজ করে ফিচারটি।গত বছর অ্যাপেল ব্যাবহারকারিদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল এই আপডেট এর দ্বারা কিন্তু আমরা সবাই জানি অ্যাপেল এর থেকে অ্যান্ড্রয়েড ব্যাবহারকারির সংখ্যা অনেক বেশি তাই গত বছর এর ধারাবাহিকথা বজাই রেখে এইবার গুগল বের করল তাদের গুগল ম্যাপ এর এই নতুন আপডেট।কিন্তু এই ফিচারটি এখনও চালু করেনি গুগল । ধারনা করা যাচ্ছে খুব তারাতারি এই ফিচারটি আমাদের সামনে নিয়ে আসবে গুগল ।




দেশের উন্নতির সাথে সাথে আসছে নতুন নতুন প্রযুক্তি ও  মোবাইল ফোন।

প্রযুক্তি এবং ইন্টারনেট সম্পর্কে সকল প্রকার খবর সবার আগে দেখার জন্য ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং প্রতিদিন চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Published by : Shihab Hossain

No comments

Theme images by MarkCoffeyPhoto. Powered by Blogger.