TikTok Pro ডাউনলোড এর জন্য এসএমএস পেয়েছেন। সাবধান থাকুন ‼️
ভারত সরকার TikTok সহ আরো ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করার পর থেকে বহু মানুষ এই এসএমএস পেয়েছেন৷ তাতে দাবি করা হচ্ছে, TikTok-র ভারতীয় সংস্করণ এসে গিয়েছে, নাম TikTok Pro৷হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এ আসছে এই মেসেজ৷ভুল করেও এই লিংক টিতে ডুকবেন না ।
কিছু দিন আগে ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ৷ এই অ্যাপগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল TikTok৷ দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে অ্যাপগুলি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার ৷ নিষিদ্ধ ঘোষণার আগে ভারতে TikTok ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২০ কোটি অথবা তার থেকেও বেশি ৷ TikTok-এর এই জনপ্রিয়তাকেই এ বার কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা অথবা হ্যাকাররা
প্রতারকদের হাতিয়ার এ ক্ষেত্রে একটি মেসেজ৷ আপনিও যদি টিকটক সম্পর্কিত কোনও এসএমএস পেয়ে থাকেন, তা হলে অবিলম্বে তা ডিলিট করে দিন৷ আপনি যতই টিকটক-প্রিয় হোন, ওই এসএমএস-টির প্রলোভনে ভুলেও পা দেবেন না৷ এই সকল এসএমএস গুলি সাইবার অপরাধী অথবা হ্যাকাররা তাই এই এসএমএস গুলি থেকে সাবধান থাকার চেষ্টা করবেন আবারও বলে দিচ্ছি এই এসএমএস গুলি যদি আপনার ফোন এসে থাকে তাহলে ভুল করেও এগুলিতে ঢুকবেন না এবং এই এসএমএস গুলি সাথে সাথে আপনার ফোন থেকে ডিলেট করে দিবেন ।
দেশের উন্নতির সাথে সাথে আসছে নতুন নতুন প্রযুক্তি ও মোবাইল ফোন।
প্রযুক্তি এবং ইন্টারনেট সম্পর্কে
সকল প্রকার খবর সবার আগে
দেখার জন্য ঘুরে আসতে
পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং প্রতিদিন চোখ
রাখুন আমাদের ওয়েবসাইটে ।
Published by : Shihab Hossain
No comments