Shihab Hossain

Shihab Hossain

আপনার ফোনে কি এই অ্যাপগুলি আছে ?দেখুন এবং ডিলিট করুন অ্যাপ গুলি


বর্তমান সময়ে Google Play স্টোরে ফেক অ্যাপের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আর গুগল এই অ্যাপগুলিকে চিহ্নিত করে সেই অ্যাপগুলিকে  সরিয়ে ফেলছে প্লে স্টোর থেকে।সবগুলো অ্যাপ একসাথে সরাতে না পারলেও এক এর পর এক অ্যাপ সরিয়ে দিচ্ছে গুগল। আবার প্লে স্টোর থেকে ৩০টি জনপ্রিয় অ্যাপ সরিয়ে দিল গুগল (Google)। এর মধ্যে এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনার  তোলা ছবিগুলিকে আরও সুন্দর করে তোলে। এই অ্যাপগুলিতে ম্যালওয়ার এবং ভাইরাস থাকার কারণে এই অ্যাপগুলিকে সরিয়ে দিয়েছে গুগল। এই অ্যাপগুলি এখন আর ডাউনলোড না করা গেলেও, এখনও আশঙ্কা থেকেই যাচ্ছে। দেখা গিয়েছে অ্যাপগুলি আগেই ২ কোটি বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে৷

এই ৩০টি ক্ষতিকারক অ্যাপ এর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে থার্ড পার্টি সেলফি অ্যাপ। সিকিউরিটি রিসার্চার WhiteOps জানিয়েছে যে অ্যাপগুলি ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে থাকে। আর বিনা কোনও লিঙ্কে ক্লিক করেই আপনার ফোন বেকার অ্যাড আর ওয়েবসাইট খুলে দেয়।

ওই ৩০টি অ্যাপকে চিহ্নিত করে WhiteOps একটি তালিকা প্রকাশ করেছে। আর সেই চিহ্নিত করা অ্যাপগুলিকেই প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। জেনে নিন সেই অ্যাপগুলি কী কী কতবার ডাউনলোড করা হয়েছে -




  1. Yoriko Camera- ১ লক্ষ
  2. Solu Camera- ৫ লক্ষ
  3. Lite Beauty Camera- ১০ লক্ষ
  4. Beauty Collage Lite- ৫ লক্ষ
  5. Beauty and Filters camera- ১০ লক্ষ
  6. Photo Collage and beauty camera- ১ লক্ষ
  7. Gaty Beauty Camera- ৫ লক্ষ
  8. Pand Selife Beauty Camera - ৫০ হাজার
  9. Cartoon Photo Editor and Selfie Beauty Camera- ১০ লক্ষ
  10. Benbu Seilfe Beauty Camera- ১০ লক্ষ
  11. Pinut Selife Beauty and Photo Editor - ১০ লক্ষ
  12. Mood Photo Editor and Selife Beauty Camera -৫ লক্ষ
  13. Rose Photo Editor and Selfie Beauty Camera- ১০ লক্ষ
  14. Selife Beauty Camera and Photo Editor- ১ লক্ষ
  15. Fog Selife Beauty Camera- ১ লক্ষ
  16. First Selife Beauty Camera and Photo Editor- ৫০ লক্ষ
  17. Vanu Selife Beauty Camera - ১ লক্ষ
  18. Sun Pro Beauty Camera- ১০ লক্ষ
  19. Funny Sweet Beauty Camera- ৫ লক্ষ
  20. Little Bee Beauty Camera- ১০ লক্ষ
  21. Beauty Camera and Photo Editor Pro- ১০ লক্ষ
  22. Grass Beauty Camera- ১০ লক্ষ
  23. Ele Beauty Camera- ১০ লক্ষ
  24. Flower Beauty Camera - ১ লক্ষ
  25. Best Selfie Beauty Camera- ১০ লক্ষ
  26. Orange Camera- ৫ লক্ষ
  27. Sunny Beauty Camera - ১০ লক্ষ
  28. Pro Selfie Beauty Camera - ৫ লক্ষ
  29. Selfie Beauty Camera Pro - ১০ লক্ষ
  30. Elegant Beauty Cam-2019 -৫০ হাজার
WhiteOps আরও জানিয়েছে যে, এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে ব্যবহারকারীরা অ্যাপ একবার ডাউনলোড করার পর সেই টিকে আর ডিলিট করতে পারে না। রিপোর্টে বলা হয়েছে যে এই অ্যাপগুলিকে ব্যবহারকারীদের ফোনে এক সঙ্গে এক গুচ্ছ অ্যাড দেখানোর জন্য ডিজাইন করা হচ্ছে। যদি কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ওই অ্যাপ তাঁর স্মার্টফোনে ইনস্টল করে থাকেন,তাহলে তারাতারি ডিলেট করে ফেলুন নাহলে যেকোনো সময় আপনার বিপদ হতে পারে ।


দেশের উন্নতির সাথে সাথে আসছে নতুন নতুন প্রযুক্তি ও  মোবাইল ফোন।

প্রযুক্তি এবং ইন্টারনেট সম্পর্কে সকল প্রকার খবর সবার আগে দেখার জন্য ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং প্রতিদিন চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Published by : Shihab Hossain



No comments

Theme images by MarkCoffeyPhoto. Powered by Blogger.