Shihab Hossain

Shihab Hossain

শীঘ্রই ভারতে আসছে Oppo Find X2 সিরিজ এর মোবাইল

Oppo Find X2 সিরিজ :

 

দেশে লকডাউনের নিয়ম ধীরে ধীরে খুলছে এবং প্রোডাক্ট লঞ্চ শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই ভারতে লঞ্চ হবে Oppo Find X2 সিরিজের ফোনগুলি। এই সব ফোনেই থাকবে দুর্দান্ত স্পেসিফিকেশন। চলুন এক ঝলক দেখে আসি কি কি থাকছে ফোন গুলিতে ।


Oppo Find X2 স্পেসিফিকেশন

Oppo Find X2




Oppo Find X2 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Color OS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

Oppo Find X2 এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ও একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। আপনার সুন্দর মুখের সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।





Oppo Find X2 Lite স্পেসিফিকেশন

Oppo Find X2 Lite


Oppo Find X2 Lite-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Color OS 7 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ 60Hz ডিসপ্লে। ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB LPDDR4X RAM।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফই তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।



Oppo Find X2 Lite-এ 4,025 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে 30W ফাস্ট চার্জিং। মাত্র 20 মিনিটে এই ফোনের ব্যাটারি 3 শতাংশ থেকে 50 শতাংশ চার্জ হবে।



Oppo Find X2 Pro স্পেসিফিকেশন

Oppo Find X2 Pro

Oppo Find X2 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Color OS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 512GB স্টোরেজ ও 4,260 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

Oppo Find X2 Pro এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা।



আপনার সুন্দর মুখের সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।



দেশের উন্নতির সাথে সাথে আসছে নতুন নতুন প্রযুক্তি ও  মোবাইল ফোন।

প্রযুক্তি এবং ইন্টারনেট সম্পর্কে সকল প্রকার খবর সবার আগে দেখার জন্য ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং প্রতিদিন চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে


BY : Shihab Hossain



No comments

Theme images by MarkCoffeyPhoto. Powered by Blogger.